ডুমুরিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১কেজি গাজাসহ আটক-১

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২ | আপডেট: ১:৫১:অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২
জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে ১কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার রাত আনুমানিক ৮টার সময় ডুমুরিয়া থানাধীন নরনিয়া গ্রামের জনৈক রবিউল ইসলাম লিটনের ফার্নিচারের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। 
 
এসআই উজ্জ্বল কুমার দত্তের নেতৃতে এসআই ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে যশোর জেলার কেশবপুর উপজেলার মৃত জফর আলী সরদারের পুত্র আক্তারউজ্জামান ওরফে নুনু (৫০) কে আটক করা হয়।
 
এসময় তার কাছ থেকে ১কেজি মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা উদ্ধার সংক্রান্তে এসআই ইন্দ্রজিৎ মল্লিক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক)ধারায় ডুমুরিয়া থানার ২৪ নং মামলা দায়ের করেন। এছাড়া আক্তারউজ্জামান ওরফে নুনুর নামে মাদক ও অস্ত্র আইনে ৩টি মামলা রয়েছে জানান ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান। 

আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা