কলারোয়ায় ২৭ কেজি রৌপ্য গহনাসহ দুই চোরাকারবারি আটক প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২ | আপডেট: ২:৪৬:অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২ সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২৭ কেজি রৌপ্য গহনা একটি মোটরসাইকেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে। আটককৃতরা হলেন, সাতক্ষীরা কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের শহিদুল ইসলাম ও বেল্লাল হোসেন। সাতক্ষীরার কলারোয়া সীমান্তের বোয়ালিয়া গ্রামের জামতলা নামক এলাকা থেকে তাদেরকে আটক করে বিজিবি ও পুলিশ। সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আল মাহামুদ জানান, সন্ধ্যায় ভারত থেকে চোরাপথে আসা বড়ো একটি রুপার চালান মোটরসাইকেলে করে পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশ সীমান্তের বোয়ালিয়া গ্রামের জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মোটরসাইকেল ও রুপার গহনাসহ দুই চোরাকারবারিকে আটক করাহয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মৃধা জানান, এঘটনায় মামলা হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ১৭৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়া সীমান্ত থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা, অস্ত্র ও বিস্ফোরক মামলায় সাক্ষ্যগ্রহন শুরু