সাতক্ষীরায় ১১ কেজি ৬৫০ গ্রাম রূপার গহনাসহ এক চোরাকারবারি আটক

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২ | আপডেট: ১০:৩১:অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২

সাতক্ষীরায় পৃথক অভিযান চালিয়ে ১১ কেজি ৬৫০ গ্রাম রূপার গহনাসহ শামীম হোসেন (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রাইতা নামক স্থানে ও  সদর উপজেলার কুলিয়া মোড়ে এ অভিযান চালানো হয়। আটক শামীম হোসেন সাতক্ষীরা শহরের রসুলপুরের মৃত মহব্বত সরদারের ছেলে।

 

বুধবার (১২ জানুয়ারি) বিকালে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিজিবি জানান, বুধবার ভোরে ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নায়েক প্রশান্ত কুমারের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ আরবি থেকে পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার রাইতা নামক স্থানে অভিযান চালিয়ে নয় কেজি ৭০০ গ্রাম ভারতীয় রূপার গহনাসহ মো. শামীম হোসেন নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করে। 

 

অপরদিকে মঙ্গলবার ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক মো. মিজানুর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার ২/৫-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার কুলিয়া মোড়ে অভিযান জালিয়ে এক কেজি ৯৫০ গ্রাম ভারতীয় রূপার গহনা জব্দ করা হয়।

 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে আটক শামীমকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া রূপার গহনাগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। 

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স