পাটকেলঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২ | আপডেট: ৫:৩৬:অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২ সাতক্ষীরার পাটকেলঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আরিজুল মোড়ল (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই কৃষক তালা উপজেলার পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্কাস মোড়লের ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। তবে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সোমবার রাত ১১ টার দিকে পাশের বাড়ি থেকে খেয়ে বাড়ি রওনা হয় আরিজুল মোড়ল। এর পর রাতে আর বাড়ি ফেরেনি। সকালে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার ধারে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয়। নিহতের শরীরে মাথায় একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। কাশিয়াডাঙ্গার স্থানীয় সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান, জমিজায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান ও তালা পাটকেলঘাটা সদর সার্কেল হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার মোটিভ উদ্ধারের চেষ্টা চলছে। দুপুর পযর্ন্ত এঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ রির্পোট লেখা পযর্ন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ১১২৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু সড়ক দূর্ঘটনায় পাটকেলঘাটার দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু