সাতক্ষীরায় উৎসব মূখর পরিবেশে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২ | আপডেট: ৪:৩৫:অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২

সাতক্ষীরায় উৎসব মূখর পরিবেশে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে বেলা ১২টার সময় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এক বর্ণাঢ্য র‌্যালী ও আনন্দ শোভা যাত্রা বের হয়। আনন্দ শোভা যাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের আলোচনা সভা স্থলে এসে শেষ হয়। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমানের ও সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাত্রলেিগর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পরে আলোচনা সভায় ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি কনফারেন্সে প্রধান অতিথি বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের এমপি প্রফেসর ডা. আ.ফ.ম রুহুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো.নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন প্রমূখ।

আলোচনা সভায় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন আন্দোলন সংগ্রামে নানা সময়ে রেখেছে গৌরবোজ্জ্বল ভূমিকা। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ এদেশের প্রতিটি গণআন্দোলনে ছাত্রলীগ রাজপথে থেকেছে। ভবিষ্যতেও তাঁরা রাজপথে থেকে দেশের মানুষের মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করবে।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স