পাটকেলঘাটার কুমিরা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আজিজুল ইসলাম নির্বাচিত প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১ | আপডেট: ৮:২৪:অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১ ফাইল ছবি: শেখ আজিজুল ইসলাম। সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শেখ আজিজুল ইসলাম বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। বে-সরকারী ফলাফলে তিনি ৫৭৮ ভোটের ব্যবধানে জামায়াত সমর্থিত অধ্যাপক মোঃ ইদ্রিস আলী মোড়লকে পরাজিত করেন। এর আগে উৎসবমুখর পরিবেশে রবিবার (২৬ ডিসেম্বর) শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। ৯টি কেন্দ্রের বে-সরকারী ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী শেখ আজিজুল ইসলাম ৭০০৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত অধ্যাপক মোঃ ইদ্রিস আলী মোড়ল (চশমা প্রতীক) পেয়েছেন ৬৪৩০ ভোট। তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রাহুল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদটি পড়া হয়েছে ৪২৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় ২ হাজার ৫শ ৬০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাটকেলঘাটায় ইয়াবা সহ এক নারী আটক