ডুমুরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্য চাষিদের প্রশিক্ষণ

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২১ | আপডেট: ৪:০৮:অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২১
কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড অ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ডুমুরিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার যৌথ উদ্যোগে মৎস্য চাষি ও মৎস্যজীবীদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
 
সোমবার দিনব্যাপী শোলগাতিয়া বাজার সংলগ্ন বাগদা সিবিও চাষির ঘের পাড়ে ৩০ জন চাষি ও মৎস্যজীবী সমন্বয়ে জলবায়ু সহনশীল মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ক এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার জয়দেব কুমার পাল ও লোকাস সরকার।
 
বক্তব্য রাখেন ফুলতলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রণজিৎ কুমার ও ডুমুরিয়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক।  প্রশিক্ষণে কো-অর্ডিনেটর করেন টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাশ।
 
উপস্থিত ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর ড. মোঃ রফিকুল ইসলাম খান। প্রশিক্ষণে  প্রশিক্ষণার্থীদের হাতে কলমে বিভিন্ন ভিডিও প্রদর্শনের মাধ্যমে বাগদা চাষ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন জনিত প্রতিঘাত মোকাবেলার কলাকৌশল সম্পর্কে বাস্তব সম্মত ধারণা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা