ডুমুরিয়ায় ডিবি পুলিশের অভিযানে গাজাসহ আটক- ১ প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২১ | আপডেট: ১২:০৬:অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২১ খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ১জন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার(১৮নভেম্বর) বিকেলে থানার আরাজি ডুমুরিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই বিষ্ণুপদ হালদার সংগীয় অফিসার ও ফোর্সসহ বিকেলে থানার আরাজি গ্রাম এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আরাজি ডুমুরিয়া গ্রামের মোঃ ইকরামুল শেখ(৩৪) কে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে। সংবাদটি পড়া হয়েছে ২৬৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় বিদ্যুতায়িত হয়ে ১২ বছরের শিশুর মৃত্যু ডুমুরিয়ার শোলমারী নদীতে পলি পড়ে সমতল ভুমিতে পরিণত