তালায় পাকা ধানে পোকার আক্রমণে কৃষকের মাথায় হাত, সরকারি সহায়তা কামনা

প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১ | আপডেট: ৮:৫৯:পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১
সাতক্ষীরার তালা উপজেলায় চলতি মৌসুমে আমন ধানের ক্ষেতে বাদামী গাছ ফড়িং বা কারেন্ট পোকার আক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাথায় হাত উঠেছে।
 
তালা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এ বছর গত বছরের অর্জিত লক্ষমাত্রা অতিক্রম করেছে। উপজেলায় ৮ হাজার ৪শ ৫০ হেক্টর জমিতে লক্ষমাত্রা থাকলেও তা অতিক্রম করে ৯ হাজার ৬ শ ৫ হেক্টর অতিক্রম হয়েছে। এত সব অর্জন এবার বিফলে চলে যাবে এই পোকার আক্রমণ ঠেকানো সম্ভব না হলে।
 
সরেজমিনে ঘুরে দেখা গেছে, তালা উপজেলার ঢিংগারবিলে ও দৈ সারা বিলে ধানের ক্ষেতের পোকার আক্রমনে এখানকার কৃষকরা দিশেহারা হয়ে পড়েছিলেন। শুধু তাই নয় পোকা দমনে বাজারে আশানুরুপ ও প্রয়োজনীয় কীটনাশক না পাওয়ায় হতাশ হয়ে পড়েছে কৃষকরা। কৃষকদের আশংকা দিন দিন বেড়েই চলেছে কারণ মাঠের সকল ধান পেকে গেছে।
 
এখন সময় মতো পোকা দমন করতে না পারলে আমন ধান ঘরে উঠানো সম্ভব নয়। সব কিছু মিলে, আমন ধানের ক্ষেতে পোকার আক্রমনে হতাশ হয়ে পড়েছেন এলাকার শত শত কৃষক। হঠাৎ করে ধানের ক্ষেতে বাদামী গাছ ফড়িং ও কারেন্ট পোকার আক্রমণ বেড়ে যাওয়ায় অত্র এলাকার কৃষকদের মাথায় হাত উঠেছে। দেখা গেছে-মাঠে সবুজের সমারোহে র মাঝেই সোনালী রঙের মৌ মৌ গন্ধে মুখরিত। সেখানে মাঠের পর মাঠ ফসল বিবর্ণ হয়ে ধানের শীষ বিনষ্ট হয়ে পড়ছে।
 
 এখন ধান ক্ষেতে কৃষকদের বিষ প্রয়োগের সুযোগটাই কোথায় ? কারণ ধান তো পেকে গেছে, ক্ষেত থেকে পাকা ধান ঘরে তুলতে হিমসিম খেতে হচ্ছে কৃষকদের। এ পোকার আক্রমন এতটাই ভয়াবহ যে, পোকা এক মাঠ থেকে অপর মাঠে দ্রুত ছড়িয়ে পড়েছে। এবং কেটে রাখা ধান তাও কেটে সাবাড় করে দিয়েছে।স্থানীয় কৃষকরা এ পোকার নাম দিয়েছে কারেন্ট পোকা। এতে করে আক্রান্ত ধানের শীষ গাছ থেকে মুহুুর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ছে। ধান ক্ষেতে পোকা দমনের জন্য অনেক কৃষক কীটনাশক ব্যবহারের পাশাপাশি ঝাড়-ফুঁক ও তাবিজ-কবজ – এর আশ্রয় নিয়েছেন। ফসল হানির আশংকায় কৃষকরা শঙ্কিত আছেন। 
 
এলাকার কৃষক হাবিবুর রহমান, মাহাবুব হোসেন, সিরাজুল ইসলাম, শাহাদাত হোসেন, নজির উদ্দীন শেখ জানান কয়েক দিন ধরে এলাকার ধান ক্ষেতে পোকার আক্রমন দেখা দিয়েছেন । ধানে কারেন্ট পোকার আক্রমনের পর সকল জমিতে এখন ধান আর গাছে নেই, ধানের শীষ মাটিতে লুটিয়ে পড়ছে। কৃষকের আরো জানান বর্তমান বাজার মূল্য উদ্ধগতিধির মধ্যে সার বীজ কীটনাশক ব্যবহার করে এখন ফসল ঘরে তোলা দায় হয়ে পড়েছে। ধার দেনা করে যদি ধান বাড়িতে না নিতে পারেন তাহলে মহাজনের ঋণ শোধ কি ভাবে করবে। সকল কৃষক রা চাই সরকারি সহায়তা।
 
তালা উপজলো কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান কয়েক দিন বৈরী আবহাওয়া কারনে এমন পোকার আক্রমণ হতে পারে । কৃষকদের ধান তাড়াতাড়ি বাড়িতে উঠানোর পরামর্শ প্রদান করেছেন। তাছাড়া কৃষকদের নানা পরামর্শ প্রদান করছেন বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

এম.এ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা