তালায় অ্যারাইজ এজেড-৭০০৬ বীজ ধানের মাঠ দিবস পালিত

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১ | আপডেট: ৮:২২:অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১
সাতক্ষীরা তালায় অ্যারাইজ এজেড ৭০০৬ বীজ ধানের মাঠ দিবস পালিত হয়েছে। রবিবার বিকালে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড এর আয়োজনে  উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের  তেঁতুলিয়া গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
 
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ সামছুল আলম সহ স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় ধান চাষীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের আঞ্চলিক কর্মকর্তা কৃষিবিদ সুব্রত কুমার রায় ও পরিচালনা করেন টিডিও সাতক্ষীরা মোঃআব্দুল মজিদ।
 
অনুষ্ঠানে বক্তারা জানান, বায়ার ক্রপ সাইন্স লিমিটেডের অ্যারাইজ এজেড- ৭০০৬ জাতের ধান চাষ খুবই লাভজনক। এটি চাষে তুলনামূলক সময় কম লাগে। এতে বিঘা প্রতি ফলন হয়েছে প্রায় ২৮ মন।১২৫-১৩৫ দিন জীবনকালের বন্যসহিষ্ণু এ ধান কেটে সহজেই সরিষা এবং আগাম রবিশস্য আবাদ করা যায়। যে কারণে কৃষক পর্যায়ে এ ধানের জনপ্রিয়তা বাড়ছে।

আপনার মতামত লিখুন :

এম.এ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা