তালায় নবাগত ইউপি সদস্যদের শপথ গ্রহণ প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২১ | আপডেট: ১২:১৭:পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২১ সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ সদস্যরা শপথ নিয়েছেন। বুধবার (৩ নভেম্বর) সকাল ১১টায় শিল্পকলা একাডেমী হলরুমে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এসএম তারেক সুলতান। উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৩৩ এবং সাধারণ সদস্য ৯৯ শপথ নেয়। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি,পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা, তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদটি পড়া হয়েছে ২৮০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু তালায় সীমানা পিলারসহ আটক ৩, থানায় মামলা দায়ের