তালায় নতুন ইউএনও প্রশান্ত কুমার বিশ্বাস এর যোগদান

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২১ | আপডেট: ১২:০৯:পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২১
ইউএনও প্রশান্ত কুমার বিশ্বাস।
সাতক্ষীরার তালা উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন প্রশান্ত কুমার বিশ্বাস। বুধবার(৩ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক সুলতানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। 
 
প্রশান্ত কুমার বিশ্বাস চাকুরী জীবনে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পরে একই জেলার দোয়ারাবাজার উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন এবং শরিয়াতপুর জাজিরা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা।

আপনার মতামত লিখুন :

এম.এ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা