কেশবপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১ | আপডেট: ৭:০৫:অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১ ‘মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা ও সম্প্রীতি’ এ প্রতিপাদ্যে যশোরের কেশবপুর থানা কম্পাউন্ডে শনিবার সকালে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। কেশবপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, আওয়ামী লীগ নেতা কবির হোসেন, মাওলানা আব্দুল হালিম প্রমুখ। সংবাদটি পড়া হয়েছে ১৮৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কেশবপুরে মৎস্য চাষীরা পেল মাছের পোনা খাদ্যসহ বিভিন্ন উপকরণ