কান্সারের কাছে হেরে গেলেন তালার ইসলামকাটি ইউনিয়ন আ’লীগ নেতা গাজী আলাউদ্দীন

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১ | আপডেট: ৮:১৪:অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১
তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি গাজী আলাউদ্দীন। (ছবিটি ফেসবুক থেকে নেওয়া)
সাবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলেন গেলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি গাজী আলাউদ্দীন(৬৩)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। । তিনি অত্র  ইউনিয়নের ঘোনা গ্রামের মৃত আকবর আলী গাজীর ছেলে। 
 
রবিবার(৩১ অক্টোবর) বিকালে নিজ বাড়ি ঘোনা গ্রামে তার মৃত্যু হয়।  তিনি দীর্ঘদিন যাবৎ দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
 
মৃত্যুকালে তিনি এক ছেলে, চার মেয়ে, স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। 
 
তার এই মৃতুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে তালা উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ সহ বিভিন্ন অংগসংগঠন। 
 
এশার নামাজের পর মরহুমের জানায শেষে ঘোনা গ্রামের পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স