তালা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একের পর এক বন্ধ হচ্ছে বাল্যবিবাহ প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২১ | আপডেট: ৭:১৫:অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২১ সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে একের পর এক বন্ধ হচ্ছে বাল্যবিবাহ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামের মাদ্রাসার ছাত্রীর বিবাহ বন্ধ করলেন তালা উপজেলা প্রশাসন । জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী তার বয়স ১৩ বছর ১০ মাস । তথ্য সূত্রে জানা যায় যে, কিছু দিন ধরে ওই মেয়ের বাড়িতে বিয়ের আয়োজন চলছিলো এবং শুক্রবার বিয়ে হবে এমন সংবাদ পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার কনের বাড়িতে, তেতুলিয়া ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক শুভ সরকার কে পাঠিয়ে দেন। কনের বাড়িতে যেয়ে প্রাথমিক ভাবে তিনি বিয়ের সত্যতা পান এবং মেয়ের বাবাকে বুঝিয়ে ওই বাল্য বিবাহ বন্ধ করে দেন। এ বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, মেয়ের পিতা তার মেয়েকে বাল্যবিবাহ না দেবার মর্মে সে মুচলেকায় সই করছেন এবং রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হবেন মেয়ের পরিবার, তিনি আরো বলেন মেয়েটির পরিবার কে বুঝিয়ে বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছেন। সংবাদটি পড়া হয়েছে ৫১৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু তালায় সীমানা পিলারসহ আটক ৩, থানায় মামলা দায়ের