তালায় বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেফতার প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২১ | আপডেট: ৭:৫৯:অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২১ তালায় বিশেষ অভিযান চালিয়ে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদে তালা থানার ওসির নেতৃত্বে এসআই প্রীতিশ রায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ খলিলনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত ওই তিন আসামিকে গ্রেফতার করা হয়।আসামীরা হলেন,উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের এরশাদ আকুঞ্জীর ছেলে মদন আকুঞ্জী, উত্তর নলতা গ্রামের ইশা শেখের ছেলে ফারুক শেখ ও নলতা গ্রামের বাদল জোয়াদ্দার ছেলে কোহিনুর জোয়াদ্দার। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সংবাদটি পড়া হয়েছে ৬২১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু তালায় সীমানা পিলারসহ আটক ৩, থানায় মামলা দায়ের