তালায় এক সপ্তাহের ব্যবধানে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু, শংকিত অভিভাবক মহল প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২১ | আপডেট: ১০:৩৬:পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২১ সাতক্ষীরার তালায় এক সপ্তাহের ব্যবধানে ২ কলেজ শিক্ষার্থীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। এতে একদিকে শোকে স্তব্ধ পরিবার, অন্যদিকে অভিভাবকরা শংকিত এমন মৃত্যুতে। গত ২৯ সেপ্টেম্বর উপজেলার কানাইয়দিয়া গ্রামের সন্তোষ রায়ের কলেজ পড়ুয়া কন্যা শম্পা রানী রায়(১৮) বিকালে হটাৎ অসুস্থবোধ করে। প্রাথমিক চিকিৎসার প্রস্তুতি নেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। সে কপিলমুনি কলেজের মেধাবী ছাত্রী। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছেন বলে জানিয়েছেন ঐ গ্রামের ইউপি সদস্য কালিদাশ অধিকারী। তিনি আরও জানান, মিশুক, লাজুকসহ সর্বদা হাঁসিখুঁশি থাকা মেয়ের এমন মৃত্যু কোনভাবে মেনে নিতে পারছেন না গ্রামাবাসী। অপরদিকে গত ২১ শে সেপ্টেম্বর তালার উথালী গ্রামের মিজানুর রহমান(অবসরপ্রাপ্ত) সেনা সদস্যের পুত্র, বাংলাদেশ ইউনিভার্সিটি ও প্রোফেশনল কলেজের মেধাবী ছাত্র মেহেদী( ২২) জ্বর সর্দি সহ হালকা গলা ব্যাথা নিয়ে বাড়িতে বুকে যন্ত্রণা অনুভব করলে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অকাল মৃত্যুর শিকার মেহেদীর বাবা জানান, মেহেদী করোনার এক ডোজ টিকা গ্রহণ করেছিল। এ বিষয়ে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার এ প্রতিবেদককে জানান, এমন মৃত্যু সত্যই দুঃখজনক। তবে অকাল মৃত্যুর সঠিক কারন নির্ণয় করা অনেক কঠিন কাজ। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে। দীর্ঘদিন করোনাকালীন মানসিক অবসাদে সকল বয়সের মানুষ বিশন্নতায় ভুগছে। সে ক্ষেত্রেও এমন মৃত্যু হতে পারে। সংবাদটি পড়া হয়েছে ৬২১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু তালায় সীমানা পিলারসহ আটক ৩, থানায় মামলা দায়ের