পাইকগাছার নবাগত ইউএনও মমতাজ বেগমকে ফুলেল শুভেচ্ছা প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১ | আপডেট: ৮:১৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১ নবাগত উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার সকালে পাইকগাছা সরকারি কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থা, তথ্য আপা, এনআরবিসি ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, শিবসা সাহিত্য অঙ্গনের সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ সরকার, তথ্য সেবা কর্মকর্তা তম্বী দাশ, এনআরবিসি ব্যাংক ব্যবস্থাপক শেখ জাহিদুজ্জামান, নবলোকের উপজেলা ব্যবস্থাপক মাসুম বিল্লাহ, আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, সহকারী অধ্যাপক আমান উল্লাহ, প্রভাষক স্বপন কুমার ঘোষ, আব্দুর রাজ্জাক বুলি, বজলুর রহমান, ইলিয়াস হোসেন, সুলতানা লাবনী ও মনালিসা। সংবাদটি পড়া হয়েছে ৩৬৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!