সাতক্ষীরায় গোপন বৈঠকের সময় জামায়াতে ইসলামীর নারী রুকনসহ ১০ কর্মী গ্রেফতার

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২১ | আপডেট: ৯:২০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২১

সাতক্ষীরায় গোপন বৈঠাকের সময় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের রুকনসহ ১০ নারী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৩টি জিহাদি বই। তারা সবাই জামায়াত ইসলামের রুকনসহ বিভিন্ন পর্যায়ের নেত্রী রয়েছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

গ্রেফতারকৃতরা হলেন-সদর উপজেলার আলীপুর গ্রামের মাজেদা খাতুন(৪৫), ফিরোজা বেগম(৫৫), মর্জিনা খাতুন(৫০), ফরিদা খাতুন(৪৫), রাজিয়া খাতুন(৩৫), রাফিজা খাতুন(৪৫), বিউটি খাতুন(৪৫), বাঁশদহা গ্রামের খাদিজা পারভিন(৪০), সুলতানপুরের চায়না পারভিন (৩৫) ও বাগেরহাট জেলার আনোয়ারা বেগম (৫৮)।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হুসেন এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান, আজ সকালে সাতক্ষীরা সদর উপজেলার শফির বাঁশতলা এলাকার আব্দুল জলিলের বাড়িতে নাশকতার উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কিছু কর্মী বৈঠক করছে এমন গোপন সংবাদের বিত্তিতে সদর থানার তদন্ত কর্মকর্তা বাবুল আক্তারে নেতৃত্বে একটি চৌকশ টিম সেখানে অভিযান চালিয়ে এই দশ নারীকে হাতেনাতে আটক করে। তারা নাশকতার লক্ষ্যে গোপন শলা পরামর্শ করছিলেন।
আটককৃদের বিরুদ্ধে মামলা হয়েছে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

এস/জি


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স