সাতক্ষীরার আশাশুনির ধান খেতের পানির ড্রেন থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২১ | আপডেট: ৯:২৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২১ প্রতিকী ছবি সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালীতে ধান খেতের পানির ড্রেন থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ১৭ (সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন আশাশুনির শোভনালী ইউনিয়নের গোদাড়া এলাকার মোস্তফা মোল্লার ছেলে রশিদ মোল্লা (২৩), একই এলাকার রসুল পাড়ের ছেলে ইদ্রিস পাড় (২০)। আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোনায়েম হোসেন জানান, শুক্রবার সকালে মাঠে কাজ করতে যেয়ে কৃষকরা মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, বিদুৎত দিয়ে তৈরি শিয়াল মারা ফাদে জাড়িয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। মরদেহের পাশ থেকে একটি মরা শিয়াল উদ্ধার করা হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান,মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে। সংবাদটি পড়া হয়েছে ৩১৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু সাতক্ষীরার এক স্কুল ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার: অপহরনকারী আটক