আমার বাড়ী আমার খামার প্রকল্পের জয়া রানী রায়কে বিদায়ী সংবর্ধনা প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১ | আপডেট: ৯:৫২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১ আমার বাড়ী আমার খামার প্রকল্পের জয়া রানী রায়কে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খলিদ হোসেন সিদ্দিকী। পল্লী সঞ্চয় ব্যাংক পাইকগাছা শাখার ব্যবস্থাপক ও আমার বাড়ী আমার খামার প্রকল্প সমন্বয়কারী জয়া রানী রায় এর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জয়া রানী রায়কে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন ও তথ্য সেবা কর্মকর্তা তন্বী দাশ। উল্লেখ্য, ২০১১ সালের ১১ সেপ্টেম্বর থেকে ২০২১ সালের ৩১ আগস্ট পর্যন্ত টানা প্রায় ১০ বছর অত্র উপজেলায় কর্মরত ছিলেন, জয়া রানী রায়। তাকে সাতক্ষীরার শ্যামনগরে বদলি করা হয়েছে। তার স্থলে যোগ দিয়েছেন, জয়ন্ত কুমার ঘোষ। জয়ন্ত কুমার এর আগে খুলনার দিঘলিয়ায় কর্মরত ছিলেন। সংবাদটি পড়া হয়েছে ১৯৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন প্রতিকূল আবহাওয়ায়ও পাইকগাছায় কাঁঠালের উৎপাদন ভাল পাইকগাছা গাঁজা গাছ সহ আটক- ১