সাতক্ষীরায় ৩জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, সাড়ে তিন হাজার পিচ ইয়াবা উদ্ধার প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১ | আপডেট: ৮:৩৬:অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১ সাতক্ষীরার শহরের মিলবাজারে পুলিশের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৪৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরে র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল তাদেরকে গ্রেফতার করে। রোববার (আগস্ট) দুপুরে শহরের মিল বাজারস্থ র্যাব-৬ কোম্পানি অধিনায়কের কার্যালয়ে কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করেন। গ্রেফতারকৃতরা হলেন,সাতক্ষীরা শহরের মধ্যকাটিয়ার আরশাদ হোসেনের ছেলে মাহফুর আরিফ অপু (২৮), সদর উপজেলার বাটকেখালী গ্রামের মো.রেজাউল ইসলামের ছেলে মো.রাহায়ান বিপ্লব (২৮) ও একই উপজেলার গড়েরকান্দা গ্রামের মৃত্যু দেসের গাজির ছেলে আনিস গাজি (৩৫) আটক করেছে। র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পরেন, ইয়াবা ভর্ত্তি একটি প্রাইভেটকার খুলনা থেকে সাতক্ষীরায় আসছে। এসময় র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর সদস্যরা মিলবাজারে সুন্দরবন টেক্সটাইল মিলের এক নম্বর গেটে খুলনা-সাতক্ষীরা মহসড়কে চেক পোষ্ট স্থাপন করে। পরে খুলনা থেকে আসা প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-১৬-০১৫৬) থাকা তিনজন মাদক ব্যবসায়ীকে চ্যালেঞ্জ করে র্যাবের সদস্যরা। এসময়, প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৩ হাজার ৪৩০ পিচ ইয়াবা উদ্ধার করে। আটককৃতদের কাছে থেকে নগদ ৫ হাজার একশত টাকা,৫টি মোবাইল ফোন, ৬টি মোবাইলের সীম কার্ড ও পুলিশের স্টিকার লাগানো একটি প্রাইভেট জব্দ করে। তিনি আরও জানান,আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৩৬৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি সুন্দরবনের সাপখালী খাল থেকে হরিনের মাথা ও ফাঁদসহ দুই চোরাশিকারী আটক