সাতক্ষীরার শ্যামনগরে দুটি মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩ প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১ | আপডেট: ৭:৩৩:অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১ সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জ-বংশীপুর রাস্তায় মোটর সাইকেলের মুখামুখি সংঘর্ষে চালক হরিপদ মন্ডল নিহত হয়েছে। এময় তিন জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভত্তি করা হয়েছে। রবিবার রাতে মুন্সীগঞ্জ শেখ বাড়ির সামনে দুইটা মোটর সাইকেলের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় আহতরা হলেন-ঈশ্বারীপুর গ্রামের কাশেম গাইনের ছেলে বাবু (২৫) ও কয়রা উপজেলার প্রশান্ত মন্ডল (৩৮)। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এস/জি সংবাদটি পড়া হয়েছে ১৭৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডেনমার্কের রাজকুমারী কথা বলেছেন শ্যামনগরে ক্ষতিগ্রস্থ লোকজনের সাথে শ্যামনগরে শ্বশুরবাড়িতে জামাতার রহস্যজনক মৃত্যু