তালায় ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার টাকা জরিমানা প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১ | আপডেট: ৮:৪৫:অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারিফ-উল-হাসান। সাতক্ষীরা তালায় ঔষধের মেয়াদ, ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্ না থাকায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ-উল-হাসান। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা অফিসের সার্টিফিকেট সহকারি ইমরান হুসাইন প্রমূখ। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ-উল-হাসান জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংবাদটি পড়া হয়েছে ২৫০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি তালায় অবৈধ সেমাই ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালতের অভিযান