সাতক্ষীরার বাইপাস সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত আটক প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১ | আপডেট: ৯:৪২:অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১ সাতক্ষীরার বাইপাস সড়কে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ দুই জন ডাকাতকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত দেড় টার দিকে তাদেরকে বাইপাস সড়কের কাশেমপুর শুকুর আলীর ইটভাটার সামনে থেকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। আটককৃতরা হলেন-সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার লুৎফর রহমান কারিকরের ছেলে আলামিন ইসলাম শান্ত (৩৮) ও তালা উপজেলার ইসলামকাঠি গ্রামের রবিউল ইসলাম শেখের ছেলে রাব্বি শেখ (১৯) । সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, শহরের বাইপাস সড়কের মেডিকেল কলেজ টু বিনেরপোতা গামী পাকা রাস্তার পাশে কতিপয় দুষ্কৃতকারী মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস সড়কের কাশেমপুর এলাকায় অভিযান চালিয়ে দুই জন ডাকাত কে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আরও জানান, এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র দুইটি চাইনিজ কুড়াল, ১টি হাতুড়ি, সেলাইরেঞ্জ, জিআই পাইপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৪০০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় ক্ষতিকর উপাদান দিয়ে আইসক্রিম তৈরি: দুটি কারখানাকে জরিমানা সাতক্ষীরায় সরকারী নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারে পাঠদান: সিলগালা