তালায় ডাকাতি প্রস্তুতিকালে সরঞ্জাম সহ ৫ ডাকাত আটক প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১ | আপডেট: ৯:১২:অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১ তালা উপজেলার ডাকাতি স্পট হিসাবে চিহ্নিত আঠারোমাইল – পাইকগাছা সড়কের জাতপুর বট তলা সংলগ্ন এলাকা থেকে ডাকাতি প্রস্তুতি কালে সরঞ্জাম সহ ৫ ডাকাতকে আটক করেছে তালা থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ২ টার দিকে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়োজিত টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তালা থানাধীন জাতপুর সিরাজুদ্দীন মুন্সীর বটতলা সংলগ্ন ধানের চাতাল নামক স্থান থেকে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত গ্রেফতার হয়েছেন। গ্রেফতার কৃত আসামিরা হলেন পাটকেলঘাটা এলাকার মৃত সাইদুর গাজীর পুত্র কবির গাজী ওরফে কালু(৫০),একই এলাকার জয়নাল মোড়লের পুত্র শরিফুল ইসলাম (২৬), সাতক্ষীরা থানার ধুলিহার গ্রামের মৃত আখের আলী সরদারের পুত্র আব্দুর রহমান সরদার (৪০), মোঃ বাবু সরদারের পুত্র আতাউর রহমান (২৫) পিতা- অজ্ঞাত এর পুত্র শাহিন (২৮) । আটককৃত আসামিদের কাজ থেকে লোহার রড,চাকু,হাসুয়া সহ ডাকতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অফিসার ইনচার্জ তালা মেহেদী রাসেল ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন আসামীদের গত রাতে টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।তাদের কে ধাওয়া করে আটক করা হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি গ্রহণ করার অপরাধে মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।মামলা নং-০৫ তারিখ ০৭.০৮.২১ । সংবাদটি পড়া হয়েছে ৫২২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু তালায় সীমানা পিলারসহ আটক ৩, থানায় মামলা দায়ের