তালার জাতপুর-খেজুরবুনিয়া সড়ক এখন খানা খন্দ হয়ে মরন ফাঁদে পরিনত প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২১ | আপডেট: ৯:৩১:অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২১ তালা উপজেলার জাতপুর-খেজুর বুনিয়া সড়ক এখন বেহাল দশা, ভোগান্তি চরমে, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় তালা উপজেলার বেশিরভাগ রাস্তার অবস্থা শোচনীয়। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন ছোট ছোট যানবাহন সহ পথচারীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা জেলা তালা উপজেলার জাতপুর বাজার বানিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। এখান হতে চাঁল, গো খাদ্য, কাচামালসহ জরুরী পণ্য পাইকগাছা-কয়রা উপজেলায় নিয়মিত চলাচল করে। জনগুরত্বপূর্ণ এই রাস্তাটিতে গভীর রাতে বালু ভর্তি দশ চাকার ডাম্পার ট্রাক চলাচল করায় কার্পেটিং উঠে গিয়ে বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। ব্যাটারিচালিত ভ্যান, মোটরসাইকেল, পণ্যবাহী ট্রাক ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, শেখেরহাট, খেজুরবুনিয়া, হাজরাকাটি বাজারের গুটি কয়েক অবৈধ বালু ব্যাবসায়ীদের কারনে সংস্কারের কিছুদিনের মধ্যে সড়কটি নষ্ট হয়ে যায়, যার কারনে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারন মানুষের, উপজেলার জাতপুর বাজার হতে তালা বাজার সহ আঠারো মাইল থেকে পাইকগাছা মেইন রোডে সংষ্কারের কাজ চলমান থাকায় পাইকগাছা, কয়রা এ দুই উপজেলা থেকে জরুরী চিকিৎসা সেবা নেওয়ার রোগীদের আনা নেওয়ার জন্য বিকল্প হিসেবে বেছে নিতে হচ্ছে এই চলাচলের অনুপযোগী রাস্তাটি। দীর্ঘদিন যাবৎ রাস্তাটি চলাচলের অনুপোযোগী থাকলেও সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছে না উপজেলা প্রকৌশলী অফিস। ভ্যানচালক শাহাদাত হোসেন বলেন, আমি ভ্যান চালিয়ে সংসার চালায় এক দিন কাঁচা মাল নিয়ে জাতপুর বাজারে আসলেই ভ্যান নষ্ট হয়ে যায়। কয়েক বছর ধরে রাস্তার করুন হলেও পরিনতি দেখার কেউ নেই, আমাদের কষ্টের কথা শুনাতে কোন নেতা এখন পাশে আসে না। শুধু ভোটের সময় আমাদের খোঁজ করে নেতারা। উপজেলার প্রকৌশলী কর্মকর্তা রথীন্দ্র নাথ হাওলাদার বলেন, সাতক্ষীরা জেলা প্রকৌশলী অফিস রাস্তাটি পর্যবেক্ষণ করেছেন। খুব দ্রুত এ রাস্তাটি সংস্কারের সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। সংবাদটি পড়া হয়েছে ৪৩৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি তালায় অবৈধ সেমাই ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালতের অভিযান