ডুমুরিয়ায় চলন্ত ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২১ | আপডেট: ৯:১০:অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২১ খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী ব্রীজের পশ্চিম পাশে সোমবার দুপুরে চলন্ত ট্রাক থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, যশোর জেলার কেশবপুর উপজেলার শন্যাসগাছা গ্রামের মোঃ ইকবাল হোসেন তরফদারের পুত্র টিটু তরফদার(২৬) সোমবার দুপুরে ইটের ভাটা থেকে ট্রাকে ইট বোঝাই দিয়ে তার উপর ঘুমিয়ে গুটুদিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে ডুমুরিয়া উপজেলার বালিয়াখালি ব্রীজের কাছাকাছি পৌছালে ঘুমন্ত অবস্থায় চলন্ত ট্রাক থেকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে খুমেক হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়। সংবাদটি পড়া হয়েছে ১২৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় পিতার বাড়িতে নব-বধুর ঝুলন্ত লাশ উদ্ধার আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে জীবন বদলে গেছে ডুমুরিয়ার ভূমিহীন ৮০৫টি পরিবারের