তালায় জলাবদ্ধতা নিরসনে সরকারি খালে ২শত অবৈধ নেট-পাটা অপসারণ

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১ | আপডেট: ১০:০২:অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১
তালায় জলাবদ্ধতা নিরসনে সরকারি খালে অবৈধ নেট-পাটা অপসারণ অভিযান পরিচালনায় ২০০টি অবৈধ নেট-পাটা অপসারণ করা হয়েছে।
 
সোমবার সকালে তালা উপজেলার জালালপুর ও খেশরা ইনিয়নের জেঠুয়া ও কদমতলা খালে অবৈধ নেট-পাটা অপসারণ করা হয়। অপসারণে অভিযানে নেতৃত্ব দেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান, তালা উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি ।
 
এ সময় জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, ভূমি অফিস সহকারী অসীম চক্রবর্তী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান জানান, জেলা প্রশাসক এর নির্দেশে মোতাবেক অবৈধ নেট-পাটা অপসারণ এর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পানি নিষ্কাষনের বিভিন্ন খালে অবৈধ নেট-পাটা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় চলতি আমন মৌসুমে বীজ তলা সহ বিলের মৎস্য ঘের তলিয়ে গেছে।
 
তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান জানান, জলাবদ্ধতা নিরসন ও কৃষকদের বোরো আবাদ নিশ্চিত করতে নদী ও খালের সকল অবৈধ নেট-পাটা অপসারণ করা হচ্ছে। একার্যক্রম চলমান থাকবে।

আপনার মতামত লিখুন :

এম.এ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা