তালায় লকডাউনে বিয়ের আয়োজন করায় ছেলের পরিবার কে ৫ হাজার টাকা জরিমানা প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১ | আপডেট: ১০:২০:অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১ সাতক্ষীরা তালা উপজেলার সদর ইউনিয়নের ভায়ড়া গ্রামে লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন করায় মোবাইল কোর্টের এর মাধ্যমে ছেলের পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (০২ আগস্ট) দুপুর ১ টার সময় ভায়ড়া গ্রামের মোঃ শাহিনুর মহালদার, পিতা- গফুর মহালদার কে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজীব হাওলাদার। এ বিষয়ে তালা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে তালা উপজেলার ভায়ড়া গ্রামে একটি বাড়িতে বিয়ের আয়োজন চলছে, খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়। যেয়ে দেখি ছেলের পরিবারের অনেক লোকের খাওয়া-দাওয়ার জন্য রান্নার আয়োজন চলছে, আমরা প্রাথমিকভাবে ছেলে মেয়ের বয়স যাচাই করে দেখি দুজনের বয়স ঠিক আছে। পরবর্তীতে লকডাউন চলাকালীন সময় সরকারি আইন অমান্য করে অনেক বড় পরিসরে বিয়ের আয়োজন করার কারণে ভ্রাম্যমাণ আদালতে ছেলের পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার( ভূমি) এস এম তারেক সুলতান। তালা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সেনাবাহিনীর সদস্যরা ও আনসার সদস্যরা । সংবাদটি পড়া হয়েছে ১৮১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা