ইয়াসে ক্ষতিগ্রস্ত ৫শ পরিবারের মাঝে উত্তরণের স্বাস্থ্য সুরক্ষা ও গৃহ মেরামত সামগ্রী বিতরণ প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১ | আপডেট: ৭:৩৭:অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১ বে-সরকারী সংস্থা উত্তরণের পক্ষ থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা,পদ্মপুকুর ও কৈখালী ইউনিয়নে সাইক্লোন ইয়াসে ক্ষতিগ্রস্ত ৫০০পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও গৃহ মেরামত সামগ্রী বিতরণ করা হয়। দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন এর অর্থায়নে উত্তরণ বাংলাদেশ সাইক্লোন ইয়াস রেসপন্স ২০২১ প্রজেক্ট এর আওতায় সোমবার (২ আগষ্ট) গাবুরা ইউনিয়নে উক্ত সামগ্রী বিতরণ করা হয়। একই সাথে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীপ্রাপ্ত ৪০০ উপকারভোগী মোবাইল মানিট্রান্সফারের মাধ্যমে আরও ৩ হাজার করে টাকা ক্যাশ হিসাবে পাবেন বলে জানা গেছে। এদিকে উত্তরণের প্রকল্প সমন্বয়কারী নাজমা আক্তারের পরিচালনায় কৈখালী ইউনিয়নে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, সেভ দ্য চিলড্রেন এর প্রতিনিধি তপন বালা, উত্তরণের মোঃ আমিনুর রহমান, তীর্থ কুমার দে, তাহমিদ হোসেন, ফজলুর রহমান অলোক পাল ও মোঃ আনিছুর রহমান প্রমুখ। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী নাজমা আক্তার জানান, উপকারভোগীদের যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয় তা করোনা ভাইরাস কোভিড ১৯ থেকে রক্ষা পাবার জন্য ব্যবহার করবে বলে পরামর্শ দেয়া হয়। তিনি বলেন, গাবুরা ইউনিয়নে ১২০ টি স্বাস্থ্য সুরক্ষা ও ৩০ টি গৃহ মেরামত সামগ্রী, কৈখালী ইউনিয়নে ১২০ টি স্বাস্থ্য সুরক্ষা ও ৩০ টি গৃহমেরামত সামগ্রী এবং পদ্মপুকুর ইউনিয়নে ১৬০ টি স্বাস্থ্য সুরক্ষা ও ৪০ টি গৃহমেরামত সামগ্রী প্রদান করা হয়। প্রত্যেক স্বাস্থ্য সুরক্ষা প্যাকেজে ১টি বালতি, ১টি মগ, ১টি তোয়ালে, ১কেজি কাপড় কঁাঁচা পাউডার, ১২টি সাবান,২০টি হ্যালোজেন ট্যাবলেট,২মিটার ন্যাপকিন কাপড়, ১টি লিফলেট, ২টি স্টিকার, ৫০টি মাস্ক ও ১টি ব্যাগ প্রদান এবং প্রত্যেক গৃহ মেরামত প্যাকেজে ১টি ত্রিপল, ১টি হাতলসহ কোদাল, ১টি দা,২কেজি লাইলনের মোটা দড়ি, ১টি হাতুড়ি,১টি হাতকরাত, ১টি বেলচা, ৫০০ গ্রাম পেরেক, ২টি কাঠের খুটি ও ১টি ব্যাগ প্রদান করা হয়। সংবাদটি পড়া হয়েছে ১১৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু তালায় সীমানা পিলারসহ আটক ৩, থানায় মামলা দায়ের