তালার অসহায় রুবেল মোল্যার দুটি কিডনী নষ্ট, দোয়া ও সহায়তা কামনা

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২১ | আপডেট: ৫:৫৪:অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২১
তালা উপজেলার সদর ইউনিয়ন এর জাতীয় তরুণপার্টির সাধারণ সম্পাদক রুবেল মোল্ল্যা।
তালা উপজেলার সদর ইউনিয়ন এর জাতীয় তরুণপার্টির সাধারণ সম্পাদক রুবেল মোল্ল্যা কিডনিজনিত রোগে বর্তমানে ঢাকা শ্যামলী সিকেডি এন্ড ইউরোলজী হাসপাতালে ইউরোলজী বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ কামরুল ইসলাম ও কিডনি ও ইউরোলজী বিশেষজ্ঞ  ডাঃ তানভীর রহমান এর তত্ত্বাবধানে  চিকিৎসাধীন রয়েছে।  
 
রুবেল মোল্ল্যা (২৬) তালা সদর ইউনিয়নের  ৭নং ওয়ার্ডের শিবপুর গ্রামের অসহায় দ্বীন মুজুর মোঃ মুজিবর মোল্যার এক মাত্র পুত্র। জানা যায় মজিবর মোল্ল্যা নিজেও একজন হার্টের রোগী। এদিকে রুবেল মোল্ল্যার বাড়িতে স্ত্রী সহ ৩ বছরের এক কন্যা সন্তান আছে।  ডাক্তার এর বিভিন্ন  পরীক্ষার পর রিপোর্ট অনুযায়ী  তার  দুইটি কিডনী অকেজো এবং লিবারে পানি জমে গিয়েছে  তার উন্নত চিকিৎসার প্রয়োজন। 
 
তার পরিবারের থেকে জানা যায়,  গত ১৪ ই জুলাই বুধবার রুবেল মোল্ল্যার মুখ ফোলা দেখে প্রথমে তালা হাসপাতালের ডাঃ আব্দুল্লাহ আল  সোহান  এর মাধ্যমে কিডনি ও লেবার পরিক্ষা করা হয়,  রিপোর্ট দেখে তিনি বলেন, কিডনি ও লিভারে সমস্যা দেখা যাচ্ছে এবং তিনি ইউরোলজী বিশেষজ্ঞ যেকোন ডাক্তার এর পরামর্শ নিতে বলেন ।  বৃহষ্পতিবার ১৫ ই জুলাই খুলনায় ডাঃ  মোঃ কুতুব উদ্দীন মল্লিক কে দেখানো হলে তিনি পরিক্ষা অন্তে গত রবিবার সন্ধ্যায় রিপোর্ট দেখে জানান,  রুবেল মোল্ল্যার দুটি কিডনি নষ্ট লিবারে সমস্যা পাওয়া গিয়েছে,  দ্রুত তাকে ডায়ালাসিস করতে হবে এবং কিডনি পরিবর্তন করতে হবে। রবিবার রাতেই খুলনা আবু নাসের হাসপাতালের সহযোগী অধ্যাপক তালার কৃতি সন্তান ডাঃ হুমায়ুন কবির অপু কে বিষয়টি অবহিত করলে তিনি বাংলাদেশের কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ কামরুল ইসলাম কে দ্রুত দেখানোর পরামর্শ প্রদান করেন  ।
 
গত সোমবার তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি  সাংবাদিক এস এম নজরুল ইসলাম এর একান্ত প্রচেষ্টায় ও তার যাবতীয় অর্থনৈতিক  সহযোগীতার মাধ্যমে যশোর বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ৮টা২০ মিনিটের ফ্লাইটে  জরুরী ভিত্তিতে রুবেল মোল্ল্যাকে ঢাকায় পাঠানো হয়,  এবং উল্লেখিত  ঢাকা শ্যামলী সি,কে,ডি এন্ড ইউরোজলী  হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঐ হাসপাতালের  অতিঃরিক্ত ভবনের  তৃতীয় তলায় ৩৫ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। 
 
এমতাবস্থায়  মোঃ রুবেল মোল্ল্যার  জীবন বাঁচাতে কিডনি প্রতিস্হাপন ছাড়া সুস্হ্য  হওয়ার সম্ভবনা কম। তারপরও তরুন বয়েসের দিক বিবেচনা করে  বারবার ডায়ালাইসিস করে দেখবেন কিডনি সচল করা যায় কিনা অন্যথায় কিডনি পরিবর্তন আবশ্যক। কিন্তু তার পরিবারের  অর্থনৈতিক কোন সচ্ছলতা না থাকায় সুষ্ঠু  চিকিৎসার ব্যবস্থা করতে ব্যহত হচ্ছে পরিবারের।  তার চিকিৎসার জন্য ৬থেকে ৮ লক্ষ টাকার প্রয়োজন। 
 
রুবেল মোল্ল্যার পিতা মজিবর মোল্ল্যার সাথে কথা বলতে গেলে তিনি কান্নাজনিত কন্ঠে  বলেন,  “আমি খুবই অসহায় মানুষ ,  টাকার অভাবে আমার ছেলের চিকিৎসার সু ব্যবস্থা করতে খুব কষ্ট হচ্ছে। আমার কোন টাকা নাই। আমার মামা(সাংবাদিক এস এম নজরুল ইসলাম) চিকিৎসার সকল দিক দেখছে এবং প্রায় লক্ষাধিক টাকা দিয়েছে আর আমি প্রায় ৫০ হাজার টাকা খরচ করেছি  কিন্তু  এখনো অনেক টাকার প্রয়োজন এত টাকা  আমি কোথায় পাব। আমি চায় আপনারা সাংবাদিক মানুষ, আপনারা একটু আমার কথা প্রধানমন্ত্রীর সহ সমাজের বিত্তশালী লোকদের  কাছে  আমি সহযোগিতা চায়। আমার কথাটা একটু পৌঁছায় দিবেন যেন আমি একটু সহযোগিতা পায়”
 
এছাড়া জানা যায়,  রুবেলের মা তার একটি কিডনি দান করতে চেয়েছেন রুবেলের জন্য। কিন্তু কিডনি পরিবর্তনের দিন কিডনি প্রতিস্হাপন ব্যয় বাবদ প্রায়  ৩ লক্ষাধিক টাকার প্রয়োজন। এছাড়া অন্যান্য আনুষাঙ্গিক খরচ মিলিয়ে সর্বমোট প্রায় ৬ লক্ষাধিক টাকার প্রয়োজন। 
 
এমতাবস্থায়, রুবেল মোল্ল্যার জীবন বাঁচাতে ও তার পরিবারের অসহায়ত্ব রক্ষা করতে এবং সুচিকিৎসার জন্য  মাননীয়  প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তশালী সকল মানুষের সহযোগিতা  একান্তকামনা  করছে তার পরিবার।
 
সহযোগীতা পাঠানোর ঠিকানা, অগ্রণী ব্যাংক তালা শাখা  সঞ্চয়ী হিসাব নাং- ০২০০০১৬৮৬৭৫৫৭। বিকাশ পার্সোনাল হিসাব নাং ০১৯৮৮৯৬৯৭৭৭(রুবেল মোল্ল্যা) নিজ।

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা