পাইকগাছায় ৩ চিংড়ী পোনা ব্যবসায়ীকে জরিমানা প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১ | আপডেট: ৮:২১:অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১ পাইকগাছায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রাকৃতিক উৎসের চিংড়ী পোনা সরবরাহ করার অপরাধে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এলাকার নদ-নদী থেকে আহরিত চিংড়ী পোনা সরবরাহ করার সময় চাঁদখালী বাজার এলাকা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী কয়রার রাসেল ও গড়ইখালী এলাকার হাবিবুল্লাহ ও আব্দুস সাত্তার নামের ৩ ব্যবসায়ীকে চিংড়ী পোনা সহ আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ ব্যবসায়ীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ। সংবাদটি পড়া হয়েছে ৩০৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!