পাইকগাছায় নিম্ন আয়ের মানুষের জন্য চালু হলো বিশেষ OMS কর্মসূচি প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১ | আপডেট: ৮:২৭:অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১ পাইকগাছায় চলমান লকডাউনে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ওএমএস কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় শুক্রবার ব্যতিত সপ্তাহের ৬ দিন পৌরসভার ৪টি কেন্দ্রে ৪ জন ডিলারের মাধ্যমে ৩০ টাকা কেজি প্রতি চাউল ও ১৮ টাকা কেজি প্রতি আটা বিক্রয় করা হচ্ছে। প্রতিদিন একজন ডিলার দেড় হাজার কেজি চাউল এবং ১ হাজার কেজি আটা বিক্রয় করতে পারবেন। একজন নাগরিক প্রতিদিন সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন। রোববার থেকে এ কর্মসূচি চালু করা হয়েছে। পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অতিথি হিসেবে উপস্থিত থেকে ওএমএস কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার-প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতীম রায়, গুদাম কর্মকর্তা শিবুপদ ঘোষ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল। সংবাদটি পড়া হয়েছে ৩৪০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!