পাইকগাছায় স্যার পিসি রায় অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১ | আপডেট: ৮:৪০:অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১ পাইকগাছার রাড়ুলীতে স্যার পিসি রায় অক্সিকেন ব্যাংক এর উদ্বোধন করছেন সাংসদ আলহাজ্জ আক্তারুজ্জামান বাবু। পাইকগাছার রাড়ুলীতে যাত্রা শুরু করলো স্যার পিসি রায় অক্সিজেন ব্যাংক। রাড়ুলী ইউনিয়ন চাকুরিজীবী মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে ইউনিয়নের করোনা রোগীদের জন্য এ অক্সিজেন ব্যাংক করা হয়। শুক্রবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অক্সিজেন ব্যাংকের শুভ উদ্বোধন করেন। আরাজী ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, প্রভাষক ময়নুল ইসলাম, আরশাদ আলী বিশ্বাস ও ডাঃ শংকর দেবনাথ। সংবাদটি পড়া হয়েছে ১৮২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!