তালায় সচেতনতায় প্রশাসনের অভিযান অব্যাহত প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১ | আপডেট: ৭:০০:অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১ সাতক্ষীরায় তালায় চলমান লকডাউনের ২য় দিনে করোনা ভাইরাসে সংক্রমণ রোধে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (২৪ জুলাই) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান এর নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। শনিবার দুপুর পর্যন্ত ৫ মামলা ৫ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সংশ্লিষ্ট আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। এদিকে, শনিবার উপজেলা ১২ জন নতুন করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার বলেন, করোনা সনাক্তকরণ রেপিড এন্টিজেন টেস্ট স্যাম্পল কালেকশনে শনিবার ৫৮ জন নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ১২ জন। সংবাদটি পড়া হয়েছে ১৭৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের উদ্বোধন তালায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা