সাতক্ষীরায় করোনা উপসর্গে মৃত্যু ১০, চলমান কঠোর লকডাউনেও মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১ | আপডেট: ৫:১৩:অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১ সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৯৬ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৮২ জনের নমুনা পরীক্ষা শেষে ৮৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২২ দশমিক ৫১ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪০ জন। এদিকে, চলমান কঠোর লকডাউনের ৮ম দিনে মাঠে রয়েছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশসহ আইনশৃখংলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে, প্রশাসন কিছুটা নিরব থাকায় লকডাউন উপেক্ষা করে শহরের মানুষের জনসমাগম বেড়েছে। হাট বাজার গুলোতে মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই কেনাকাটা করছেন। শহরের অধিকাংশ দোকান পাট আংশিক খোলা রেখে বেচাকেনা চলছে। মানুষ যেন আইশৃখংলা বাহিনীর সাথে লুকোচুরি খেলছেন। অনেকেরই মুখে নেই কোন মাস্ক। সড়কে জরুরি পন্যবাহী পরিবহনের পাশাপাশি ছোট ছোট যান চলাচল করেেত দেখা গেছে। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন। এস/জি সংবাদটি পড়া হয়েছে ২৯০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু সড়ক দূর্ঘটনায় পাটকেলঘাটার দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু