তালায় করোনায় কর্মহীন ১০০০ শ্রমিককে খাদ্য সহায়তা প্রদান প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১ | আপডেট: ৪:৩৮:অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১ করোনায় কর্মহীন হয়ে পড়া তালা উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারের এক হাজার কর্মহীন শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে উপজেলা প্রশাসন। সকালে তালা উপজেলার শ্রীমন্তকাটি নতুন বাজার ,জেঠুয়া বাজার ও মাগুরাসহ বিভিন্ন হাট-বাজারের করোনায় কর্মহীন হয়ে পড়া চায়ের দোকানদার ও সেলুনের প্রান্তিক শ্রমিকদের প্রধানমন্ত্রীর উপহার এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন-তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তারিফ-উল-হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, এসএটিভি ও দি এশিয়ান এইজের সাতক্ষীরাস্থ ষ্টাফ রিপোর্টার এম শাহীন গোলদার, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, সমাজ সেবক ইন্দ্রজীৎ দাশ বাপী, নির্বাহী কর্মকর্তার অফিস সহকারি মোঃ মনিরুজ্জামান প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনায় কর্মহীন শ্রমিকদের ঘরে খাদ্য পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারী ভাবে বরাদ্দকৃত শিশুখাদ্য, গো-খাদ্য, নগদ টাকা ও ৩৩৩ কলের অসহায়, দরিদ্রদের মাঝে প্রায় ৬০ লক্ষ টাকা বিতারন করা হচ্ছে। এস/জি সংবাদটি পড়া হয়েছে ১৬৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা