সাতক্ষীরায় অক্সিজের সংকটে রোগীর মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের অস্বীকার

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১ | আপডেট: ৮:৪৪:অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার কিছুটা কমলেও মৃত্যুর মিছিল ভারী হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে চার জন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এটি জেলার সর্বোচ্চ মৃত্যুর হার।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এনিয়ে, জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৪ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরো অন্ততঃ ৩৫০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৬ জনের নমুনা পরিক্ষা শেষে ৫২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ৪৯ দশমিক ৫ শতাংশ।

এদিকে, করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেনে যান্ত্রিক ত্রুটির কারণে রাতে কয়েকজন রোগী মারা যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাতে এই ত্রুটির সৃষ্টি হয়। তবে, মারা যাওয়া রোগীদের স্বজনদের অভিযোগ, অক্সিজেন সংকটের কারনে তাদের স্বজনদের মৃত্যু হয়েছে।

তবে, হাসপাতালটি তত্ত্বধায়ক ডাঃ কুদরাত-ই-খুদা জানান, সেন্ট্রাল অক্সিজেনে যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সময় অক্সিজেন সরবরাহ কমে যায়। আবার দ্রুত সময়ের মধ্যে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক হয়ে যায়। তবে, অক্সিজেনের কোন সংকট নাই বলে তিনি আরো জানান।

 

 

এস/জি


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক