সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০২১ | আপডেট: ৭:০৩:অপরাহ্ণ, জুন ২৫, ২০২১ সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও ৮ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একজন করোনাসহ ৮জন ও বেসরকারি হাসপাতালে একজন মারা গেছে। শুক্রবার (২৫ জুন) সকালে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বলেন, জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৪ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ৩০৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৫৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ। ডা. হুসাইন সাফায়াত বলেন, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৩৯১ জন করোনা ও করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪১ জন পজেটিভ রোগী ও বাকীরা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। সিভিল সার্জন আরও বলেন, হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন আরও ৮৭০ জন। এছাড়া জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬৫ জন। এস/জি সংবাদটি পড়া হয়েছে ২১৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়া সীমান্ত থেকে এলএসডি ও হিরোইনসহ সাবেক এক ইউপি সদস্য আটক পাটকেলঘাটায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু