পাটকেলঘাটায় লকডাউন অমান্য করে চলাচলকারী ব্যাটারি চালিত যানবাহন আটক প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জুন ২১, ২০২১ | আপডেট: ৬:৫২:অপরাহ্ণ, জুন ২১, ২০২১ সারাদেশে করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ বিপর্যস্ত, সাতক্ষীরায় তৃতীয় ধাপে চলছে কঠোর লকডাউন। দিন দিন সাতক্ষীরাতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, তারই ধারাবাহিকতায় আজ (সোমবার) ২১শে জুন পাটকেলঘাটা থানা পুলিশের উদ্যোগে লকডাউন অমান্য করে রাস্তায় ব্যাটারি চালিত ভ্যান, ইজিবাইক, নসিমন, আটক করা হয়। এ সময় পাটকেলঘাটা থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযান পরিচালনা কালে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, সাতক্ষীরাতে প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যারা অমান্য করে রাস্তায় বের হচ্ছেন তাদেরকে আমরা ঘরে থাকার জন্য বলছি এবং যে সকল যানবাহন নিষেধাজ্ঞা সত্বেও রাস্তায় চলাচল করছে সে সকল যানবাহন কে আটক করা হচ্ছে। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে পাটকেলঘাটা থানা পুলিশ। করোনা প্রতিরোধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। সংবাদটি পড়া হয়েছে ৪০৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু সড়ক দূর্ঘটনায় পাটকেলঘাটার দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু