সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১ | আপডেট: ৫:৩৯:অপরাহ্ণ, জুন ১৯, ২০২১ সাতক্ষীরায় চলমান লকডাউনের মধ্যে গেলো চব্বিশ ঘন্টায় প্রানঘাতী করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একদিনে ৯ জনের মৃত্যু হলো। বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। শনিবার (১৯ জুন) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বিষয়াট নিশ্চিত করেছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের (সামেক) তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা বলেন, এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে ৯জন মারা গেছেন। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত আরও বলেন, করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন মোট ৫৭ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ২৬৯ জন। এছাড়া জেলায় গত ২৪ ঘন্টায় ১১০ জনের নমুনা পরীক্ষা শেষে ৫৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে প্রায় ২৫ শতাধিক নারী-পুরুষ। বর্তমানে সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে প্রায় ৮00 জন। এস/জি সংবাদটি পড়া হয়েছে ৩৩২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরা জজ কোর্টে বিশ্রামাগার উদ্বোধন করলেন প্রধান বিচারপতি তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ