প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায় দ্বন্ডপ্রাপ্ত সাতক্ষীরার বিএনপি নেতা সাবুর মৃত্যু প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১ | আপডেট: ৫:১৩:অপরাহ্ণ, জুন ১৬, ২০২১ বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার দ-প্রাপ্ত আসামী বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবু সাতক্ষীরা জেলা কারাগারে মারা গেছেন। সোমবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলছেন, শারীরিক অসুস্থতার কারণে বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানেই রাতে তিনি মারা গেছেন। মাহফুজুর রহমান সাবু সাতক্ষীরার কলারোয়া পৌর যুবদলের সাবেক সভাপতি ও বর্তমানে তিনি কলারোয়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন বলেন, প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলায় ৪ বছর দন্ডপ্রাপ্ত হয়ে মাহফুজুর রহমান সাবু সাতক্ষীরা জেলা কারাগারে আটক ছিলেন। রাতে কারাগারেই তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। তবে, আগে থেকেই অসুস্থ ছিলেন এই বিএনপি নেতা। সাতক্ষীরা জেলা বিএনপির আবহবায়ক সৈয়দ ইফতেকার আলী বলেন, বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবু জেলা কাগারারে মারা গেছেন। তবে, কি কারণে তিনি মারা গেলেন সেটি জেল কর্তৃপক্ষ বলতে পারবেন। সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মো.কামরুল ইসলাম বলেন, তিনি হার্ট, ডাইবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রাতে তিনি মারা গেছেন। তবে, কারাগারে থাকাকালীন সময়ে তিনি মারা যাননি বলে জানান।## এস/জি সংবাদটি পড়া হয়েছে ২৯৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু সড়ক দূর্ঘটনায় পাটকেলঘাটার দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু