পাটকেলঘাটা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১ | আপডেট: ৯:২১:অপরাহ্ণ, জুন ১৪, ২০২১ “একের রক্তের অন্যের জীবন, রক্তই হোক রক্তের বাঁধন” এই স্লোগানকে সামনে রেখে পাটকেলঘাটা ব্লাড ফাউন্ডেশনের অক্সিজেন ব্যাংকের উদ্ভোধন করা হয়েছে। সোমবার(১৪জুন) বেলা ১২টার দিকে পাটকেলঘাটা বাজারে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ব্লাড ফাউন্ডেশনের পরিচালক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ, খুলনা ব্লাড ফাউন্ডেশনের পরিচালক সালেহউদ্দীন সবুজ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহামান, ব্যবসায়ী রূপায়ন হাজারা । অতিথিরা তাদের বক্তব্যে ব্লাড ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানায়। এ সময় খুলনা ব্লাড ব্যাংকের পরিচালক জরুরি অক্সিজেন সরবরাহে ৪টি সিলিন্ডার উপহার প্রদান করেন। ব্লাড ব্যাংকে পরিচালক দেলোয়ার হোসেন জানায়, জরুরী প্রয়োজনে অক্সিজেন সেবা দিতে ব্লাড ব্যাংক সর্বদা প্রস্তত রয়েছে । খুব শিঘ্রই আমাদের এখানে অক্সিজেন সিলিন্ডার বৃদ্ধি করা হবে। এছাড়া রক্তদান সহ যে কোন ধরনের সামাজিক কার্যক্রমে মানুষের পাশে সবসময় থাকবে ব্লাড ফাউন্ডেশন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এডমিন শৈশব আহম্মেদ সাগর, গৌতম বিশ্বাস, সদস্য মনিরুল ইসলাম, শান্ত, অনুপ দেবনাথ প্রমূথ। কিশোর কুমার/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৫১৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সড়ক দূর্ঘটনায় পাটকেলঘাটার দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু পাটকেলঘাটায় ধানবোঝাই পিকআপ উল্টে দুই শ্রমিক নিহত, আহত ১৫