সাতক্ষীরায় বজ্রপাতে নিহত দুই প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২১ | আপডেট: ১২:২৭:অপরাহ্ণ, জুন ৮, ২০২১ বজ্রপাতে সাতক্ষীরায় রোববার রাতে এক ঘের ব্যবসায়ীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের রাবেয়া খাতুন (২২)। তিনি কানফাটা আওয়াজে বজ্রের ঝলকানির মধ্যে বাড়ির বারান্দায় বসেছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। অপরদিকে, নিজের মাছের ঘেরে থাকাকালে বজ্রপাতে প্রাণ হারান তালা উপজেলার নগরঘাটা গ্রামের কিশোর মন্ডল (৩৭)। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ও সদর থানার ওসি দেলোয়ার হুসেন বজ্রপাতে মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত ছাড়াই তাদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে, রোববার বিকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় বজ্রপাতে জেলার দেবহাটা, খড়িবিলাসহ বিভিন্ন স্থানে কয়েকটি বাড়ি, দোকান ও গাছপালা পুড়ে গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ১০৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় চাহিদার চেয়ে পশুর মজুত দ্বিগুন, দাম নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই ঘের কর্মচারী নিহত