করোনা সংক্রমনরোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নজরদারি প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জুন ৬, ২০২১ | আপডেট: ১১:০৩:অপরাহ্ণ, জুন ৬, ২০২১ করোনার উদ্ধগতি সংক্রমন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারীর বিষয় নিয়ে প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখছেন বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আল মাহমুদ। করোনার উদ্ধগতি সংক্রমন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারীর বিষয় নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আল মাহমুদ তার সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং এর আয়োজন করেন। প্রেস ব্রিফিংয়ে তিনি এ সময় জানান, করোনা সংক্রমনরোধে বিজিবির চলমান বিশেষ টহলকালে ভারত থেকে অবৈধ পথে দেশে প্রবেশের সময় গত ২৮ এপ্রিল থেকে ৫ জুন পর্যন্ত মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরার কুশখালি সীমান্ত থেকে দুইজন বাংলাদেশি যৌনকর্মীকে উদ্ধার ও একজন নারী পাচারকারীকে গ্রেফতার করা হয়। এছাড়া খাদিজা বিবি নামীয় একজন ভারতীয় নাগরিককে আটকের পর বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, সাতক্ষীরা সীমান্তে অবৈধ যাতায়াত বন্ধে শুন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক জানান, করোনাকালে ভারতীয় ধরন রোধে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের কয়েকটি এলাকায় চেয়ারম্যান মেম্বরসহ গন্যমান্য ব্যক্তিদের নিয়ে অবৈধ পারাপার প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নারী পাচারকারী সাতক্ষীরার কুশখালির খায়রুল ও সোনাবাড়িয়া ইউপি সদস্য রেকসোনার স্বামী রসুলকে গ্রেফতারে অভিযান চলছে। অধিনায়ক আরও জানান, সাতক্ষীরা ৩৩ বিজিবির আওতাধীন ৩৬ কিলোমিটার স্থল ও ১৮ কি.মি নদী সীমান্ত জুড়ে বিজিবি সদস্যরা রাত দিন টহলে থেকে করোনারোধ এবং অবৈধ যাতায়াত ও চোরাচালানরোধে কাজ করে যাচ্ছে। ভোমরা স্থল বন্দরে আমদানি রফতানি স্বাভাবিক রেখে ভারতীয় ট্রাকচালক হেলপারদের বন্দরে খোলামেলা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২৫৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরা জজ কোর্টে বিশ্রামাগার উদ্বোধন করলেন প্রধান বিচারপতি তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ