তালায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের এডভোকেসি ও পরিকল্পনা সভা প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, মে ২৮, ২০২১ | আপডেট: ৪:৪৮:অপরাহ্ণ, মে ২৮, ২০২১ ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (০৫ হতে ১৯জুন) ২০২১ উপলক্ষে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সরদারের সভাপত্বিতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোঃ তৌহিদুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা:আব্দুল্লাহ আল আমিন সোহান, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা: শাহরিয়ার আল মেহেদি,স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আব্দুল মতিন প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সরদার জানান, ০৫ হতে ১৯জুন পর্যন্ত ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন তালা উপজেলা জুড়ে চলবে। এ ক্যাম্পেইনে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল লাল রংয়ের ৩২ হাজার ও নীল রংয়ের ৪হাজার মোট ৩৬ হাজার ক্যাপসুল খাওয়ানো হবে। সংবাদটি পড়া হয়েছে ২৭২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু তালায় সীমানা পিলারসহ আটক ৩, থানায় মামলা দায়ের