তালার সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান গাজী আর নেই

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২১ | আপডেট: ১০:৩৭:অপরাহ্ণ, মে ১৮, ২০২১
তালার সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান গাজী। (ফাইল ছবি)

সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং  সাতক্ষীরা জজ কোর্টের সাবেক এপিপি এ্যড. আব্দুর রহমান গাজী  আর নেই।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মঙ্গলবার, ১৮ মে সকাল সাড়ে ৯টায় তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  তার বয়স হয়েছিল ৬৩ বছর।

আব্দুর রহমান তালা সদর ইউনিয়নের শাহাপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম সিরাজ গাজী ছেলে।

এ্যড. আব্দুর রহমান গাজীর স্বজন গাজী জাহিদুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯ টার দিকে বুকে ব্যাথ্যা অনুভব করলে তাকে তালা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ্যড. আব্দুর রহমান গাজীর  স্ত্রী রোকেয়া বেগম শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তার বড় কন্যা সূবর্ণা রহমান সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী ।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, তালা প্রেসক্লাব ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক