চুকনগরে নৌ পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৬ প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, মে ১৭, ২০২১ | আপডেট: ৪:৪২:অপরাহ্ণ, মে ১৭, ২০২১ চুকনগরে সড়ক দূর্ঘটনায় পুলিশের পিকআপ ভ্যান বাড়ির ভিতর ঢুকে পড়েছে এবং ভ্যানের ধাক্কায় মোটর সাইকলেটি দুমড়ে মুচড়ে পড়েছে। খুলনার চুকনগরে নৌ পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। আহত হয়েছে ৬জন যাত্রী। ঘটনাটি ঘটেছে চুকনগর খুলনা মহাসড়কের বরাতিয়া বিশ্বাস ক্ষাড়ির মোড়ের সামনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনা নৌ পুলিশের একটি পিকআপ ভ্যান বেলা সাড়ে ১১টার দিকে চুকনগর খুলনা মহাসড়কের বরাতিয়া বিশ্বাস ক্ষাড়ির মোড়ের সন্নিকটে পৌছুলে ভ্যানটি পিছনের চাকা পান্সার হয়ে যায়। এসময় ভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে একটি বাড়ির ভিতরে চলে যায়। এসময় পিকআপ ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী একটি মোটর সাইকেল ও একটি ইঞ্জিন ভ্যান মহাসড়কের উপর ছিটকে পড়ে। এ ঘটনায় মোটর সাইকেলের ৩জন আরোহী অজ্ঞাত আহত হয় এবং ইঞ্জিন ভ্যানের যাত্রী ডুমুরিয়া উপজেলার কাটাখালী গ্রামের আবুল হোসেন গাজীর পুত্র কামরুল ইসলাম গাজী(৩৪) এবং পাইকগাছা উপজেলার পূর্ব গজালিয়া গ্রামের জামাত ঢালীর পুত্র সুজাত ঢালী (৪৫)। এ সংবাদের ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সংবাদ শোনামাত্রই ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান ঘটনাস্থলে ছুটে আসেন। সংবাদটি পড়া হয়েছে ২৭৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত চুকনগরের হত্যাকান্ড শুধু নারকীয় নয়, এটি পৈচাশিক হত্যাকান্ড- প্রধান বিচারপতি