সাতক্ষীরার বিনেরপোতা এলাকা থেকে অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২১ | আপডেট: ৬:০১:অপরাহ্ণ, মে ১৩, ২০২১ সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বিনেরপোতা এলাকায় অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মে) বেলা ১১ টার দিকে বিনেরপোতার ধান গবেষনা ইনস্টিটিউটের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, আনুমানিক ৩৫ বছর বয়সী এই মহিলাটি ত্রিশ মাইল, বিনেরপোতা এলাকায় প্রায়ই ঘোরাফেরা করতেন। তিনি মানসিক ভারসম্যহীন ছিলেন। মরদেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ আরও জানান, নিহত ওই মহিলা মানসিক ভারসম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, কি কারণে তার মৃত্যু হয়েছে সেটি তদন্তে মাঠে নেমেছে পুলিশ। বিস্তারিত ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৩৪৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত, আহত দুই সাতক্ষীরায় এক যাত্রী নিহতের ঘটনায় ঘাতক ভ্যানচালক গ্রেপ্তার